কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারে অ্যালার্ম ক্লক ব্যবহার করুন
সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন……… অনেকেই কম্পিউটার এর সামনে বসলেই আর সেটার সামনে থেকে উঠার কথা মনে থাকেনা। আমার এটা প্রায়ই হয়ে থাকে যার কারনে অনেক সময় প্রয়োজনীয় কাজ করতে ভুলে যাই। আপনি আপনার কম্পিউটার এ অ্যালার্ম সেট করে রেখে দিলেন আর সময় মত আপনাকে কম্পিউটার রিমাইন্ড করে দিবে প্রয়োজনীয় কাজটির কথা।
১. প্রথমেই আপনার কম্পিউটার এর Control Panel এ যান । এরপর Category তে ক্লিক করে Large Icon করে দিন।
২. এবার Administrative Tools এ ক্লিক করুন।
৩. একটি নতুন উইন্ডো ওপেন হবে, সেখানে Task Scheduler এ Double Click করুন।
৪. আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে, সেখানে Create Basic Task এ ক্লিক করুন।
৫. Name অপশানে আপনার ইচ্ছামত যেকোনো নাম দিন। আমি Alarm Clock নাম দিলাম। Description এ কিসের অ্যালার্ম বাজবে সেটার সম্পর্কে লিখুন…….এরপর Next এ ক্লিক করুন।
৬. এবার অ্যালার্ম এর সময় সেট করুন এবং Next এ ক্লিক করুন।
৭. এবার Set a Program ক্লিক করে Next এ ক্লিক করুন।
৮. এবার আপনি অ্যালার্ম হিসেবে কি প্রোগ্রাম চলবে তা সেট করতে Browse এ ক্লিক করুন।
৯. আমি একটি গান সিলেক্ট করেছি, যেটা অ্যালার্ম এর সময় হলেই অটোমেটিক Windows Media Player এ চলতে থাকবে। এরপর Next এ ক্লিক করুন।
১০. আবার Next এ ক্লিক করুন।
১১. আর কোনো কাজ নাই এখন Finish এ ক্লিক করুন আর অ্যালার্ম এর জন্য অপেক্ষা করুন।……………
১. প্রথমেই আপনার কম্পিউটার এর Control Panel এ যান । এরপর Category তে ক্লিক করে Large Icon করে দিন।
২. এবার Administrative Tools এ ক্লিক করুন।
৩. একটি নতুন উইন্ডো ওপেন হবে, সেখানে Task Scheduler এ Double Click করুন।
৪. আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে, সেখানে Create Basic Task এ ক্লিক করুন।
৫. Name অপশানে আপনার ইচ্ছামত যেকোনো নাম দিন। আমি Alarm Clock নাম দিলাম। Description এ কিসের অ্যালার্ম বাজবে সেটার সম্পর্কে লিখুন…….এরপর Next এ ক্লিক করুন।
৬. এবার অ্যালার্ম এর সময় সেট করুন এবং Next এ ক্লিক করুন।
৭. এবার Set a Program ক্লিক করে Next এ ক্লিক করুন।
৮. এবার আপনি অ্যালার্ম হিসেবে কি প্রোগ্রাম চলবে তা সেট করতে Browse এ ক্লিক করুন।
৯. আমি একটি গান সিলেক্ট করেছি, যেটা অ্যালার্ম এর সময় হলেই অটোমেটিক Windows Media Player এ চলতে থাকবে। এরপর Next এ ক্লিক করুন।
১০. আবার Next এ ক্লিক করুন।
১১. আর কোনো কাজ নাই এখন Finish এ ক্লিক করুন আর অ্যালার্ম এর জন্য অপেক্ষা করুন।……………