দোহা মেট্রো রেলের 61km, টানেল এবং 37 স্টেশনের নির্মান কাজ সমাপ্ত করেছে
কাতার রেলপথ কোম্পানি 61km বেশী টানেল এবং 37 স্টেশনের বিলিয়ন ডলারের মেট্রো প্রকল্পের নির্মাণাধীন কাজ সম্পন্ন হয়েছে. এই প্রকল্পের সাইটে 27000 এর অধিক লোক কাজ করে বলে যানা গেছে.
আগামী বছরের মাইলস্টোন মেট্রো টানেলিং এবং সামগ্রিক প্রকল্পের 50 শতাংশ কাজ সমাপ্তি হবে বলে এক বিবৃতিতে এ খবর জানায় কোম্পানি.