অস্তিত্ব
বিব্রত সুধাকর তখনও
আসেনি ডিউটিতে।
তার প্রয়োজন নেই যদিও;
নিযুত ফ্লোরোসেন্ট সূর্যে প্লাবিত
কংক্রিটের অরণ্যে।
ত্বড়িতপদে ছুটে চলে
এক পাল ইস্পাতের জানোয়ার।
তাদের ক্লেদাক্ত হুংকারে আমি
মৃত্যুর উল্লাস শুনি।
আর আকাশকে কাঁদতে দেখি।
ভূমির খোবলানো বুকে
ছোপ ছোপ রক্তের ডেলা,
নদীর শিরায় বিষ,
বাতাসের অধরে
শ্বাসরোধী নাগরিক চুম্বন।
এই কি সভ্যতা?
শোন শহরের জৈবিক যন্ত্রগুলো,
শোন নির্লজ্জ আত্মকেন্দ্রিকের দল,
এই আত্মাশূন্য শরীরগুলো হয়তোবা,
এক একটি দিন করে বাঁচে।
কিন্তু তোমাদের ঘুণে কাটা ফোঁপড়া খোলসগুলো
কাঁহাতক জীবনের ভার বইবে?(link)
আসেনি ডিউটিতে।
তার প্রয়োজন নেই যদিও;
নিযুত ফ্লোরোসেন্ট সূর্যে প্লাবিত
কংক্রিটের অরণ্যে।
ত্বড়িতপদে ছুটে চলে
এক পাল ইস্পাতের জানোয়ার।
তাদের ক্লেদাক্ত হুংকারে আমি
মৃত্যুর উল্লাস শুনি।
আর আকাশকে কাঁদতে দেখি।
ভূমির খোবলানো বুকে
ছোপ ছোপ রক্তের ডেলা,
নদীর শিরায় বিষ,
বাতাসের অধরে
শ্বাসরোধী নাগরিক চুম্বন।
এই কি সভ্যতা?
শোন শহরের জৈবিক যন্ত্রগুলো,
শোন নির্লজ্জ আত্মকেন্দ্রিকের দল,
এই আত্মাশূন্য শরীরগুলো হয়তোবা,
এক একটি দিন করে বাঁচে।
কিন্তু তোমাদের ঘুণে কাটা ফোঁপড়া খোলসগুলো
কাঁহাতক জীবনের ভার বইবে?(link)